#১
বউয়ের কপালে টিপ
এ খেলা মূলত একটি বিনোদন মূলক খেলা, এই খেলায় প্রতিযোগির সংখ্যা একাধিক হয়ে থাকে৷ নিয়ম হলো নির্দিষ্ট দূত্বতে বউয়ের মত দেখতে একটা ছবি আঁকানো থাকে অনেক বড় একটা পেপারে, এরপরে প্রতিযোগির হাতে একটি টিপ দেওয়া হয় যা, মূলত ওই চিত্রে আঁকানো বউয়ের কপালে পড়িয়ে দিতে হবে, যে যত নিঁখুত ভাবে পড়িয়ে দিতে পারবে সেই হবে এই খেলার বিজয়ী৷
২৷ পাউডার পাসিং
ছোট বাচ্চাদের জন্য মজার এক খেলা এ খেলায় নিদিষ্ট একটি দল বিজয়ী হয়ে থাকে , এ খেলার নিয়ম হলো প্রতি সদস্যদের মাথায় একটি করে ছোট বাটি নিতে হবে, প্রথম বাটিতে পাউডার জাতীয় কোন কিছু রেখে দিতে হবে৷
প্রতি দলে সদস্য থাকবে ১০ জন এর মত৷
এর পর খেলা শুরু হলে যে দল সবচেয়ে কম সময়ে এবং বেশি পরিমাণ পাউডার সবার পিছনের জনকে পার করে দিতে পারবে সে দল বিজয়ী হবে৷
Comments
Post a Comment